কালীগঞ্জ

ঝিনাইদহের কৃতি সন্তান আনোয়ারুল ইসলাম আর নেই

রিয়াজ মোল্যা, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্লানিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের সাবেক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মন্টু।

মঙ্গলবার ২৬ জানুয়ারি সকাল ৬.৪৫ মিনিটে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আনোয়ারুল ইসলাম মন্টু কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কাবিলপুর গ্রামে মকলেছুর রহমানের ছেলে। গত দুই সপ্তাহ ধরে করোনা আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর সহধর্মিণী করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে আইসিইউতে রয়েছেন।

নিহত মন্টু মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা হিসাবে বিশেষ ভূমিকা রাখেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন। এরপর সরকারি বৃত্তি নিয়ে লন্ডনে উচ্চতর পড়াশোনা করেন। চাকরী জীবনে তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন হিসাবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি তার নিজ এলাকায় মকলেছ-আনোয়ার কলেজ প্রতিষ্ঠা করেন।

বুধবার সকাল ১০টায় তার নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button