ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে আট জন আটক
ঝিনাইদহের চোখ-
বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কানাইডাংগা গ্রামের মাঠে গনির পুকুরের পূর্ব পাশ হতে বাংলাদেশী নাগরিক ০৮ জনকে (পুরুষ- ০২ জন, নারী- ০৫ জন এবং শিশু- ০১ জন) (এক) মোঃ কবির হোসেন (৪০), পিতাঃ মৃত আশরাফ আলী, (দুই) মোছাঃ জাহানারা খাতুন (৩৫), স্বামী- মোঃ কবির হোসেন, (তিন) মোঃ সাব্বির (১৩), পিতাঃ মোঃ কবির হোসেন, সকলের গ্রামঃ+পোঃ মধ্যম খোন্তাকাটা, থানাঃ রায়েন্দা, জেলাঃ বাগেরহাট, (চার) মোঃ আবুল হোসেন (৬০), পিতাঃ মোঃ ইসমাইল উদ্দিন, (পাচ) মোছাঃ বকফুল বেগম (৫০), স্বামী- মোঃ আবুল হোসেন, (ছয়) মোছাঃ আছমা বেগম (২৮), স্বামী- মোঃ বিল্লাল ব্যাপারী, সকলের গ্রামঃ ধানসাগর, পোঃ গোলসাখালি, থানাঃ মোড়লগঞ্জ, জেলাঃ বাগেরহাট, (সাত) মোছাঃ খাদেজা বেগম (৪০), স্বামী- মোঃ রফিকুল শেখ, গ্রামঃ শাংকিভাঙ্গা, পোঃ খেয়াঘাট, থানাঃ মোড়লগঞ্জ, জেলাঃ বাগেরহাট, (আট) ঝরনা আকতার (১৮), পিতাঃ নওশের আলী, গ্রামঃ শাইতানতলী, পোঃ বনবাড়িয়া, থানাঃ সিরাজগঞ্জ সদর, জেলাঃ সিরাজগঞ্জকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে পারাপারে সহায়তাকারী দালাল মোঃ শাহজামাল (২৭), পিতাঃ মৃত আকবর আলী, গ্রামঃ+পোঃ জলুলী, থানাঃ মহেশপুর, জেলাঃ ঝিনাইদহকে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।