ক্যাম্পাসশৈলকুপা

শৈলকুপা ফলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষাথীদের বৃত্তিপ্রদান

রাজু আহমেদ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপা ফলিয়া সহদেব মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষাথীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রদান করেন শিক্ষানুরাগী, সমাজ সেবক, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও ফলিয়া সহদেব মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ জোয়াদ আলী বিশ্বাস।

এসময় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মানোয়ার হোসেন,আনিসুল ইসলাম মাহমুদ, ধীমান কুমার বিশ্বাস,সুশান্ত কুমার বিশ্বাস, নাকোইল গ্রামের সমাজ সেবক মোঃ তোজাম বিশ্বাস এবং সফল পিতা মোঃ আব্দুর রশিদ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোঃ মিরাজ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিধান চন্দ্র বিশ্বাস। ফলিয়া সহদেব মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ও দক্ষিন মনোহরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ মিরাজ হোসেনের হাতে প্রধান অতিথি শিক্ষানুরাগী, সমাজ সেবক ও ফলিয়া সহদেব মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ জোয়াদ আলী বিশ্বাস বৃত্তি হিসেবে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

শিক্ষানুরাগী, সমাজ সেবক ও ফলিয়া সহদেব মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ জোয়াদ আলী বিশ্বাস বলেন, আমি স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে স্কুলে ঘোষনা দিয়েছিলাম যে সমস্ত শিক্ষার্থী জে.এস.সি ও এস.এসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ ( চতুর্থ বিষয় বাদে) পাবে তাদেরকে এককালীন ৫০ হাজার টাকা ও শুধুমাত্র জিপিএ-৫ পাবে তাদেরকে এককালীন ১০ হাজার টাকা ও সংবর্ধনা প্রদান করা হবে।

এরই ধারাবাহিকতায় এ বৃত্তি প্রদান করা হলো। এর আগেও এভাবে বৃত্তি প্রদান করা হয়েছে। ভবিষ্যাতেও এ বৃত্তি প্রদানের ধারাবাহিকতা থাকবে বলে তিনি আরো জানান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button