মহেশপুর পৌরসভা নির্বাচন \ কে হবেন নগর পিতা ?
ঝিনাইদহের চোখ-
রাত পোহালেই ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচন। কে হবে এ পৌরসভার নগর পিতা ? তবে নির্বাচন সুষ্ঠু হলে প্রতিদন্দি ৪ প্রার্থীই আশাবাদি নির্বচনে জয়লাভ করার।
ঝিনাইদহের মহেশপুর পৌরসভার নির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনি হাওয়া। সেই সাথে পৌরবাসী হিসাব নিকাশ করছে কে হবে এ পৌরসভার পৌর পিতা। আসন্ন মহেশপুর পৌরসভা নির্ববাচনকে ঘিরে শেষ দিনের মত প্রার্থীরা ভোটারদের দারে দারে উপস্থিত হয়ে নিজেদেরকে তুলে ধরছেন যোগ্য প্রার্থী হিসাবে। সব মিলিয়ে জমে উঠেছে মহেশপুর পৌরসভা নির্বাচন।
২৮ ফেব্রæয়ারী অনুষ্ঠিত পৌর নির্বাচনে ১১টি কেন্দ্রে ২২ হাজার ৪’শ ৫০ জন ভোটার তাদের ভোটাধীকার ভোট দেবন। মহেশপুর পৌরসভার মেয়র পদে ভোটের মাঠে নেমেছেন ৪ জন প্রার্থী। প্রার্থীরা হলেন আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের বর্তমান মেয়র আব্দুর রশিদ খাঁন,বিএনপি’র মনোনিত ধানের শীষ প্রতিকের আমীরুল ইসলাম খাঁন চুন্নু,ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মোনোনিত হাত পাখা প্রতিকের তাহাবুর রহমান ও সতন্ত্র নালিকেল গাছ প্রতিকের গোলাম মোস্তফা (কিরন)।
পৌরবাসী মনে করছেন এ নির্বাচনে আব্দুর রশিদ খাঁন, আমীরুল ইসলাম খাঁন চুন্নু ও গোলাম মোস্তফা (কিরন) এর মধ্যে প্রতিদন্দি হবে।
এবারই প্রথম ইভিএম মেশিনে আগামী ২৮ ফেব্রæয়ারী অনুষ্ঠিত মহেশপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন,কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন।