মহেশপুর

ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে নয় জন আটক

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংগা কাঞ্চনপুর ব্রীজের উপর হতে বাংলাদেশী নাগরিক ০৯ জনকে (পুরুষ- ০৩ জন, নারী- ০৪ জন এবং শিশু- ০২ জন) (এক) রাসেল গাজী (২০), পিতা- মৃত- সিদ্দিক গাজী, গ্রাম- শরণখোলা , পোষ্ট- রায়ান্দা, থানা- শরনখোলা, জেলা- বাগেরহাট, (দুই) দিবাশীষ বিশ্বাস (২৯), পিতা- বরুন বিশ্বাস, (তিন) আঁখি বিশ্বাস (২০), স্বামী- দিবাশিষ বিশ্বাস, উভয়ের গ্রাম- বাইশভিটা, পোষ্ট- রতনগঞ্জ, থানা- নড়াইল, জেলা- নড়াইল, (চার) কামরুজ্জামান মোল্লা (৩২), পিতা- মৃত- আশরাফ মোল্লা, (পাচ) আমেনা (২৫), স্বামী- কামরুজ্জামান মোল্লা, (ছয়) মোস্তফা (০৫), পিতা- কামরুজ্জামান মোল্লা, (সাত) আবু বকর (০৪), পিতা- কামরুজ্জামান মোল্লা, সকলের গ্রাম- মহেশ রদি মছকুরনি, পো- পুকুরিয়া, থানা- ভাংগা, জেলা- ফরিদপুর, (আট) চন্দনা বালা (৩০), পিতা- সতিশ মন্ডল, গ্রাম- সন্ধ্যা, পোষ্ট- লক্ষন্দী, থানা- বালেকান্দী, জেলা- রাজবাড়ী, (নয়) শাহিনুর (২২), পিতা- ঈমান গাজী, গ্রাম- তালবাড়ী, পোষ্ট- ষাটতলা, থানা- ফকিরহাট, জেলা- বাগেরহাটকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক (পুরুষ ০১ জন) দোলোয়ার হোসাইন (২০) (অটো ডাইভার), পিতা- সাদেক আলী, গ্রাম- পুরা পাড়া, পোষ্ট- গুড়দাহ, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে আটক করা হয়।

গত ০৯ মার্চ ২০২১ তারিখ আনুমানিক ২১২০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৫৩-আর হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লড়াইঘাট গ্রামস্থ কুদ্দুস পার্ক এর সামনের পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ০৬ জনকে (নারী- ০৪ এবং শিশু- ০২ জন) (এক) দিপা রানী (২৮) স্বামী-আশিষ, (দুই) শির্শ (০৮), পিতা- আশিষ, উভয়ের গ্রাম- নারায়নপুর, পোষ্ট- চাঁদহাট, থানা- মোকসেদপুর, জেলা- গোপালগঞ্জ, (তিন) মাসজাবিন জুঁই (২৬), পিতা- আঃ মান্নান, (চার) খাদিজা আক্তার (২৪), পিতা- মৃতঃ শামসুল হক, উভয়ের গ্রাম- কেরানীগঞ্জ মডেল টাউন, বি ব্লক ৪নং গলি, থানা- কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, (পাচ) মোছাঃ রাবেয়া সিদ্দিকি (১৯), স্বামী- মোঃ শেখ সাইদুর, (ছয়) মোঃ ছাবিহা খাতুন (০৪ মাস), পিতা- মোঃ শেখ সাইদুর, উভয়ের গ্রাম- বাকপুর, পোষ্ট+থানা- সিংগাইর, জেলা- মানিকগঞ্জকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক ০২ জনকে (পুরুষ- ০১জন এবং নারী ০১ জন) (এক) মোসাঃ রিপুন খাতুন (৪২), স্বামী- মোঃ মশিউর রহমান, গ্রাম- অনন্তপুর, পোষ্ট- শ্যামকুড়, (দুই) মোঃ আলম হোসেন (৪০), পিতা- মোঃ সোনা মিয়া, গ্রাম- কুসুমপুর, পোঃ গুড়দহ, উভয়ের থানা-মহেশপুর, জেলা- ঝিনাইদহ পলাতক রয়েছে।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button