শৈলকুপায় পুলিশের ফ্রী মাস্ক বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের সচেতনতামূলক মাস্ক বিতরণ ও ক্যাম্পেইন চালানো হয়েছে।
দুপুরে শৈলকুপার কবিরপুর মোড়ে, চৌরাস্তা, হলবাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে থানা পুলিশ ক্যাম্পেইন ও মাস্ক বিতরন করেছে।
এ সময় সহকারি পুলিশ সুপার শৈলকুপা সার্কেল আরিফুল ইসলাম, ওসি তদন্ত মোহসিন হোসেন,সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ মাস্কবিহীন পথচারী, বিভিন্ন যানবাহনের যাত্রীদেরকে করোনাভাইরাস মোকাবেলায় সাবান পানি দিয়ে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের জন্য পরামর্শ দেন। এছাড়া মাস্কবিহীনদের মাঝে ফ্রী মাস্ক বিতরণ করা হয়।
সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান আইজি স্যারের নির্দেশে আজ দেশব্যাপী পুলিশ প্রশাসন একযোগে সকল থানায় জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছে, তারা যেন হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করে এবং স্বাস্থ্য বিধি মেনে চলে। তাছাড়া জনগণের মাঝে বিনামূল্যে আজ মাস্ক বিতরণ করা হচ্ছে।