ঝিনাইদহে “তারুণ্যের প্রতিধ্বনি” সংগঠনের অসহায়দের মাঝে খাদ্য বিতরণ
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ শহরের অসহায়, ক্ষুধার্ত, মানসিক ভারসাম্যহীন,এতিমখানা মাদরাসার ছাত্রদের এবং সুবিধাবঞ্চিত ৫০০ জন মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে সৌরভ,শামীম, কাকন ও আামাদের সংগঠনের সদস্যেবিন্দু।
আজকের এই প্রোগ্রাম মধ্যে দিয়ে সুপ্ত আলো আর উচ্চস্বরে চলতে থাকা গানের মূর্চ্ছনায় চাপা পড়ে কিছু ক্ষুধার্ত মানুষের কান্নার শব্দ। দূর থেকে ভেসে আসা খাবারের সুগন্ধে দিশেহারা ক্ষুধার্তদের কষ্টে কাতর হয়ে থাকা ঝিনাইদহে মানুষের পাশে ছায়াহয়ে দাঁড়িয়ে আছে তারুণ্যের প্রতিধ্বনি এক ঝাঁক তরুণ দীপ্ত পাখির দল। তারা নিজেদের যা কিছু ছিল তা দিয়ে চেষ্টা করেছে মানুষের মুখে খাবার তুলে দিতে।
তাদের এই ত্যাগ সমাজের মানুষের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারুণ্যের প্রতিধ্বনি আজ মানুষের দুয়ারে দুয়ারে পোঁছে দিচ্ছে অন্ন ।আসুন আমার সবাই মিলে তারুণ্যের প্রতিধ্বনি পাশে দাঁড়িয়ে মানবতার দুয়ার খুলে দেই।
আমাদের তারুণ্যের প্রতিধ্বনি মূল মন্ত হলো “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই “”সম্প্রীতির মেলবন্ধন জয় হোক মানবতার।