কালীগঞ্জ

কালীগঞ্জে ফসলের সাথে শত্রুতা

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় হত দরিদ্র এক কৃষকের কলা ও পেয়ারা গাছ কেটে দিয়েছে দূবৃত্তরা।। রবিবার দিবাগত গভির রাতে কে বা কারা জমির ধরন্ত ১০টি কলা গাছ ও ১৬ টি পেয়ারা গাছ কেটে দেয়। ইতিপূর্বেও এই জমিতে লাগা গাছ কাটা হয়েছিল। সোমবার সকালে তৈলকূপ(বাগদিপাড়া) গ্রামের শৈলেন এর ছেলে গাছের মালিক কৃষ্ণ(৪০) তার জমিতে গিয়ে কাটা গাছ দেখতে পান। এ বিষয়ে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক কৃষ্ণ জানান, কয়েক বছর ধরে ১ একর ১০ শতক জমি বর্গা নিয়ে চাষ করে আসছি। জমিতে ৬ শত কলা গাছ ও ৩ শত পেয়ারা গাছ লাগিয়েছি। গাছগুলো সুন্দর ভাবে বেড়ে উঠছিল কিন্তু সোমবার সকালে মাঠে গিয়ে দেখি কে বা কারা শত্রæতা করে আমার জমির গাছ কেটে দিয়েছে।

জামাল ইউনিয়নের বøক সুপারভাইজার আশরাফুল ইসলাম জানান,আমি ঘটনাস্থলে গিয়েছিলাম বিষয়টি স্যারকে অবগত করেছি।

জামাল ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, সংবাদ শুনেছি দুঃখ জনক ঘটনা। প্রশাসনিকভাবে ব্যবস্থা হওয়া দরকার বলে মত প্রকাশ করেন মেম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button