কালীগঞ্জ
ঝিনাইদহে পুলিশের খাঁচায় ৫ জুয়াড়ি
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রাম থেকে জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে তাদের আটক করা হয়। এসময় জুয়া খেলার স্থান থেকে ৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার সিংদহ গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে রহিদুল ইসলাম (৩৫), মৃত রাকিব উদ্দিনের ছেলে রুহুল আমিন (৩৬), আমির আলীর ছেলে মাহাবুর মন্ডল (৪৫), বাবর আলীর ছেলে কবির হোসেন (৩০) ও সোহরাব আলীর ছেলে সেলিম রেজা (৪২)।
কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংদহ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয়েছে। এ সময় খেলার স্থান থেকে টাকাও উদ্ধার করা হয়েছে।