পাঠকের কথা
শ্রমদাসদের ভয়—গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখ-
আমাদেরও ভয় আছে, ভয় করোনা নয়।
ভয় হয়, কখন জানি ক্ষুধার চোটে
পেট চিৎকার করে ওঠে
বিবর্ণ হয়ে যায় আশা দিয়ে সাজানো সংসার।
ভয় হয়, কখন জানি শ্রমদাস হারিয়ে ফেলে তার
পিতার যোগ্যতা
শ্রমদাসী মা হারিয়ে ফেলে তার
সন্তানের শান্তিময় বিশ্বাসের বুক।
ভয় হয়, কখন জানি জগৎ প্রভুরা
আমাদের উপার্জনের রাস্তায় তালা ঝুলিয়ে দেয়
রিক্সার ফুসফুসে ঢুকিয়ে দেয় ভোমর
ভ্যানের মেরুদণ্ড গুড়ো করে দেয় হামারে।
ভয় হয়, ক্ষমতাধররা কাজ বন্ধ করে দিলে
সৃষ্টিকর্তাও কি লুকাবেন তাঁর অন্দরমহলে?
তিনি তো ক্ষমতাধদের সিদ্ধান্তের বাইরে চলেন না।
ভয় হয়, যদি জীবনহীন হয়ে পড়ে প্রাণ,
যদি ফুটবল বানানো হয় শ্রমদাসদের
যদি কৃতদাস আর শ্রমদাসদের মান সমান হয়ে যায় ফের।
ভয় হয় খুব ভয় হয়, কর্মহীন হয়ে পড়ার ভয়
নিরবে অত্যাচার সয়ে যাওয়ার ভয়
আটাশির অনাহারী হওয়ার ভয়
ভয় হয় খুব ভয় হয়।