কোটচাঁদপুরে ইউনিয়ন পর্যায়ে গণটিকার উদ্বোধন
এসএম রায়হান উদ্দীন, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
“মুজিব বর্ষে স্বাস্থ্যখাত এগিয়ে যাবে অনেক ধাপ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে কোভিড-১৯ সংক্রমণ রোধে ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে গণটিকা। সেই ধারাবাহিকতায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে গণটিকার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ আগষ্ট) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কুশনা ইউনিয়নের তালশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, কুশনা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোঃ রাশিদুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য বিভাগের সূত্রমতে, উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভায় ৩৩’শ ডোজ গণটিকা প্রদান করা হবে।