ঝিনাইদহে হাটে অজ্ঞান পার্টির ভয়াল থাবায় সর্বস্ব খোয়াল ২গরু ব্যবসায়ী
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপার ঐতিহ্যবাহী গরুর হাট অ-নিরাপদ হয়ে উঠেছে। বাজারে গরু কেনা-বেচা কারতে এসে সর্বস্ব হারাচ্ছে ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতারা। মঙ্গলবার দুপুরে শৈলকুপা পৌর এলাকার কবিরপুরের গো-হাটে এসে মাগুরার দু-ব্যবসায়ী কে অজ্ঞান করে সব টাকা-পয়সা নিয়ে নেয়। অজ্ঞান অবস্থায় তাদের দুজন কে স্থানীয়রা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ।
হাসপাতালে গিয়ে দেখা গেছে বিকাল পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি। চিকিৎসা চলছে, অজ্ঞান দু’ব্যাক্তির নাম চুন্নু হোসেন ও মোস্তফা হোসেন বলে জানা গেছে। তাদের বাড়ি মাগুরা জেলার সদর উপজেলাতে ।
অজ্ঞান হওয়া ব্যবসায়ীদের পারিবারিক সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর গো-হাটে গরু কিনতে এসেছিল এ দুই ব্যবসায়ী । এসময় তাদের কাছে প্রায় দুই লাখ টাকা ছিল । হাটে আসার পর কোন এক সময় কৌশলে অচেতন করে তাদের কাছে থাকা গরু কেনার প্রায় ২ লক্ষ টাকা নিয়ে চম্পট দেন অজ্ঞান পার্টির সদস্যরা।
পরে ব্যবসায়ীদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে মটর শ্রমিকেরা। ঘটনা জানার পর পুলিশ হাসপাতালে আসে খোঁজ-খবর নিতে ।
এ ঘটনার পর থেকে কবিরপুর গো-হাটে নতুন করে ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের মাঝে উদ্বেগ দেখা গেছে।
শৈলকুপার কবিরপুরে গো-হাটে প্রতি সপ্তাহের মঙ্গলবারে সাপ্তাহিক গরুর হাট বসে। হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই হাট কে কেন্দ্র করে। তবে হাটটি ক্রমেই অ-নিরাপদ হয়ে পড়ছে বলে স্থানীয়রা জানিয়েছে। পকেটমার, অজ্ঞান পার্টি, মলম পার্টির খপ্পরে পড়ে এখানে আসা ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতারা সর্বস্ব খোয়াচ্ছে ।