পাঠকের কথা
তবুও আমি আঁকিয়ে— বি এম রেজাউল করিম
ঝিনাইদহের চোখ-
জলে মুখ দেয়া
হাজার চোখের ভাষা আমি পড়েছি।
পিপাসায় শুকিয়ে আসা জোড়া ঠোঁটের
কাঁপুনিতে ভাসা হরিণীর ভয়ার্ত ক্ষুরের চলন
আমি দেখেছি।
রোদের রং মাখা ঘামের শরীর
আমি কর্ষিত ক্ষেতের উচ্ছ্বাস নিয়ে ছুঁয়েছি।
স্রোত ডিঙানো বাইচ নৌকায়
মাল্লা মিছিলে আমি ভেসেছি।
কালভাসা ভেলার শরীরে মিশে থাকা জলের কান্না
তবুও ছোঁয়নি আমাকে।
শুকনো পাতার বুকে দীর্ঘশ্বাসে আঁকা বায়ুচ্ছবি
তবুও ভাসায়নি আমাকে।
অক্টোপাসের লালায় বন্দী মহাকাল কীর্তি
তবুও বিস্মিত করেনি আমাকে।
কালির আঁচড়ে
বৃহন্নল মরুচ্ছবি
ভাবায়নি আমাকে।
তবুও আমি আঁকিয়ে।