অবৈধভাবে ঝিনাইদহ থেকে ভারত যাচ্ছিল ওরা ৪জন/দালাল আটক
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা বাজার মোঃ লালন মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী ০৪ জন (পুরুষ) নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার আদমপুর গ্রামের মৃতঃ জামিনী কান্ত বিশ্বাস এর ছেলে শংকর চন্দ্র বিশ্বাস (৫৭), নড়াইল জেলার লোহাগড়া থানার শামুকখোলা গ্রামের মৃতঃ সৈয়দ আবুল হোসেন এর ছেলে সৈয়দ আশরাফুল আলম (৪৭), একই থানার বাবরা গ্রামের মৃতঃ আজিজার শেখ এর ছেলে মোঃ সেলিম শেখ (৪৮), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার জাম্বুয়া গ্রামের মোঃ জাহাংগীর খান এর ছেলে মোঃ রাজা খাঁন (১৯)।
এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক (পুরুষ) ০১ জনকে মোঃ সুজন মিয়া (৩২), পিতা- মৃতঃ শামছুল মিয়া, গ্রাম- ডাকাতিয়া, পোষ্ট- গুড়দাহ, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে আটক করা হয়।
৫৮বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।