টপ লিডমহেশপুর

ঝিনাইদহ হতে ভারতে পাচারের সময় বিরল প্রজাতির টক্খকসহ আটক একজন

ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ১৪ ইঞ্চি লম্বা একটি টক্কক সাপ ভারতে পাচারের সময় আব্দুল হামিদ (৪৫) নামের এক পাচারকারীকে মহশেপুর থানা পুলিশ আটক করেছে।

১৯ সেপ্টেম্বর রোববার রাত ১২টার দিকে মহেশপুর উপজেলার পাথরা গ্রামের ভিতর থেকে টক্কক সাপ পাচারকারীকে আটক করা হয়। এসময় পাচারকারী দলের আরো এক সদস্য মহেশপুরের পাথরা গ্রামের তবিবর রহমান পালিয়ে যায়।

আটককৃত পাচারকারী আব্দুল হামিদ মৌলভী বাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাঝেরচড়া গ্রামের হারিস মিয়ার ছেলে।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাথরা গ্রামের ভিতর থেকে টক্কক সাপসহ পাচারকারী আব্দুল হামিদকে আটক করে।

মহশেপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, টক্কক সাপ পাচারকারী আব্দুল হামিদকে ২০ সেপ্টেম্বর সোমবার দুপুরে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত টক্কক সাপটির মুল্য প্রায় দেড় লাখ টাকা। এঘটনায় থানায় মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button