কালীগঞ্জমাঠে-ময়দানে

“কালীগঞ্জ পৌরকাপ ফুটবল টুর্ণামেন্ট” দিনের শেষ হাসি হাসলো বেনাপোল

সাবজাল হোসেন, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জে পৌর কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১’র ২য় খেলায় ট্রাইবেকারের শেষ কিকে বেনাপোল নুর ইসলাম ফুটবল একাডেমি নাটকীয়ভাবে জয়লাভ করেছে।

বৃহস্পতিবার বিকালে সরকারী নলডাঙ্গা ভুষনস্কুল মাঠে ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার দ’ুদলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ,কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সহসভাপতি অজিৎ ভট্র্যাচার্য্য, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, কালীগঞ্জ ফুটবল টিমের ব্যবস্থাপক নাসির উদ্দীন চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি মিঠু মালিথাসহ কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার এ টুর্ণামেন্টের ২য় খেলায় অংশ গ্রহন করে বেনাপোল ফুটবল একাডেমি ও বগুড়া ফুটবল একাদশ। পড়ন্ত বিকালে নলডাঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে বেনাপোল।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টের ২য় খেলার বাঁশি বাজার সাথে সাথে পাল্টাপাল্টি আক্রমনের মধ্যদিয়ে খেলা চলছিল। খেলার প্রথমার্ধের ৬ মিনিটের সময় সূবর্ণ সুযোগ নষ্ট করে বগুড়া ফুটবলা একাদশ। এরপর পাল্টা আক্রমনে যায় বেনাপোল। তাদের আক্রমন ভাগের খেলোয়াড়ও অনুরুপ সুযোগ নষ্ট করে অন্তত সুযোগ নষ্টের সমতা আনে।

পরেই উভয়দল রক্ষণাত্বক ভঙ্গিতে ধিরে চলো নীতিতে ম্যাচ নিয়ে যেতে থাকে। কিন্ত দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে উভয় দলের মধ্যে গতির খেলা দেখা যায়। বেনাপোল দলের আক্রমন ভাগের খেলোয়াড়দের কিকের বল লাগাতরভাবে রুখে দেন বগুড়া দলের বিদেশী গোলকিপার সিজার। এরপর একইভাবে প্রতিপক্ষের আক্রমন একাই ঠেকিয়ে দেন বেনাপোল দলের অনুবর্ধ ১৭ দলের এশিয়ার সেরা গোলকিপার মেহেদী। খেলার ফলাফল যখন গোলশূন্য তখন বগুড়া দলের ৬ নং জার্সিধারী মিঠুন গোলরক্ষক মেহেদীকে বোকা বানিয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন।

খেলা শেষ হতে তখন মাত্র দেড় মিনিট বাকি। কিন্ত মাত্র ৪২ সেকেন্ড বাকি থাকতে বেনাপোল দলের রক্ষণভাগের খেলোয়াড় একাই বল নিয়ে ছুটে আসেন প্রতিপক্ষের সীমানার মধ্যে। এ সময় তিনি গোলমুখে বল দিলে সতীর্থ ১১ নং জার্সিধারী শাকিল বল জালে জড়িয়ে দিয়ে অত্যন্ত নাটকীয়ভাবে সমতা ফেরান। এরপরই রেফারি ট্রাইবেকারে বাঁশি বাজিয়ে দেন। প্রথমে উভয় দল ৫ টি করে কিক মারার সুযোগ পান। সেখানোও দুই দল একটি করে সট মিস করে আবার নাটকীয়তার জন্ম দেয়। পরে দেয়া হয় আরও একটি করে সট। সেখানে বগুড়া দলের শফিকের সট গোলবারের ওপর দিয়ে চলে গেলে খেলার ভাগ্য বেনাপোলের শেষ সটের ওপর ঝুলে পড়ে। সর্বশেষ সটে বেনাপোল দলের অভিজ্ঞ গোলরক্ষক মেহেদী গোলে সট নিয়ে বল জালে জড়িয়ে দিয়ে শেষ হাসি হাসেন। খেলাশেষে বেনাপোল দলের অধিনায়ক মেহেদীর হাতে অতিথিবৃন্দ ম্যাচ সেরার পুরষ্কার তুলে দেন।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম, জামাল হোসেন ও মারুফ হোসেন।
এ টুর্ণামেন্টের মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করছে কালীগঞ্জ প্রেসক্লাব। খেলার ধারাভার্ষ্যে ছিলেন,খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম, ইবনে মাসুদ।

কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সহসভাপতি অজিত ভট্ট্রাচার্য্য জানান, আগামী রবিবার একই সময়ে টুর্ণামেন্টের ৩য় খেলা অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button