ঝিনাইদহ হরিণাকুন্ডতে ওয়ান শুটার গান ও গুলিসহ আসামী গ্রেফতার
ঝিনাইদহের চোখ-
১৩ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ ১৪:১৫ ঘটিকার সময় র্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন হামির হাটি এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন হামির হাটি গ্রামস্থ মো: আসলাম এর লিচু বাগানের সামনে চাঁদপুর হইতে নগর বাথান গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী- মো: হাবিবুর রহমান(২৮), পিতা- মো: রিয়াজ উদ্দিন, সাং-দারিয়াপুর, থানা- হরিণাকুন্ডু, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি ওয়ান শুটার গান, ০২ রাউন্ড গুলি, নগদ-১৪৫০০/-টাকা এবং ০১টি মোবাইলসহ উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীকে হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করতঃ ১৮৭৮ সনের The Arms Act(Amendment 2002) Gi 19-A/19(F) ধারার মামলা করা হয়।