জিয়াউর রহমান জিয়া, মহেশপুর, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ ভাবে পারাপারের সময় শনিবার ভোরে নারী ও শিশুসহ ২২জন ৫৮ বিজিবি’র হাতে আটক হয়েছে।
৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে মাটিলা, বাঘাডাঙ্গা ও যাদবপুর বিওপির টহল দল গোপন সূত্রে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ১৩জন পুরুষ, ৬জন মহিলা ও ৩জন শিশু রয়েছে।
আটককৃতরা জানায়, তাদের বাড়ি রংপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ, যশোর ও বাগেরহাট জেলায়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে। আটককৃতদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।