ঝিনাইদহ হরিণাকুন্ডে সমবায় দিবস পালিত
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
হরিনাকুণ্ডু প্রতিনিধি হরিনাকুণ্ডুতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সুচনা করা হয়।
পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা কামরুন্নাহার এর সভাপতিত্বে পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা।
এসময় তিনি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চাওয়া পাওয়াকে সর্বাধীক প্রাধান্যদিয়ে সমবায়ীদের নিজেদের আর্থিক উন্নয়নের পাশাপাশি দেশ গড়ার কাজে নিয়জিত থাকা সহ সমবায়ীদের সাথে একাত্মতা ঘোষন করে নিজেদের আলোকিত হওয়ার আহ্বান জানান।
উপজেলা সমবায় কর্মকর্তা কামরুন্নাহার এর স্বাগত বক্তব্য শেষে খুরশীদ শরিফের সঞ্চালনায় পর্যায়ক্রমে বক্তব্য রাখেন,সহকারী বিআরডিবি কর্মকর্তা আমজাদ হোসেন, বিআরডিবি অরগানাইজার নীতিশি শাহা,রুপালি সমবায় সমিতির প্রধান আলতাফ হোসেন, খুরশিদ রনো,ড্যানি আহামেদ,টিটু মিয়া প্রমুখ।
বক্তারা, সমবায়ে শক্তি, সমবায়ে মুক্তি সহ সমবায়ের মাধ্যমে দেশের দরীদ্র শ্রণীর মানুষ স্বাবলম্বী হয়েছে,এছাড়াও সমবায় ভিত্তিক সমাজ গড়ে তুলে টেকসই উন্নয়ন সহকারে আলোর পথে এগিয়ে যেতে সকলকে সমবায়ের আওতায় আসার আহবান জানান।