ঝিনাইদহ হরিণাকুন্ডে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ভোক্তাদের অধিকার নিশ্চিত ও বাস্তবায়নে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভোক্তা-অধিকার সংরক্ষণ,অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা সুচন্দন মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সেলিম আহমেদ, থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রহিম মোল্লা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ,উপজেলা সাবরেজিস্টার মেহেদি আল ইসলাম।
এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা ভাইসন চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়াম্যান রেশমা খাতুন, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, গোলাম মোস্তফা,ছমির উদ্দীন, শরাফত দৌলা ঝন্টু,মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা,সমাজসেবা কর্মকর্তা শিউলি রানী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান।
সেমিনারের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা ভোক্তা-অধিকার সংরক্ষণ ও বাস্তবায়ন আইন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
একই সময়ে সমাজ থেকে সন্ত্রাস,নাশকতা, নারী ও শিশু নির্যাতন,বাল্যবিবাহ,মাদক,চুরি ছিনতাই,সাম্প্রদায়ীকতা,ইভটিজিং প্রতিরোধ সহ উৎখাতের প্রয়াসে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা ও সন্ত্রাস,নাশকতা প্রতিরোধ কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।