ঝিনাইদহ কোটচাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স গাইনী চিকিৎসকে চিরকুট লিখে হুমকি!
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কন্সালটেন্ট ডাঃ আয়েশা আক্তারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে চিরকুট পাঠিয়েছে দূর্বৃত্তরা। এর মধ্যে তাকে কোটচাঁদপুর ত্যাগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এটি অমান্য করলে তার করুন পরিনতির কথা স্মরণ করিয়ে হুমকি প্রদান করা হয়। রবিবার ডাঃ আয়েশার সরকারি বাসভবনে দরজার ভিতরে কে বা কারা এমন নিদের্শনা লেখা একটি চিরকুট ফেলে যায়।
ডাঃ আয়েশা বলেন, শনিবার রাতে সরকারি কোয়ার্টারে ছিলাম না। রবিবার সকালে বাসায় এসে দরজা খুলে তিনি চিরকুটটি পড়ে থাকতে দেখেন।
এদিকে ডাঃ আয়েশার বাসায় আল্টিমেটাম দিয়ে চিরকুট দেয়ার বিষয়টি মহুর্তে জানাজানি হলে হাসপাতালের ডাক্তার, নার্স. কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সোমবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আঃ রশিদ তুলে ধরেন।
এ ঘটনায় ডাঃ আয়েশা কোটচাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ৪৬১, তাং ১২-১২-২১ ইং।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মঈন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিডিটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। বিষয়টির তদন্ত ভার দেওয়া হয়েছে থানার উপ-পরিদর্শক এস,আই আব্দুল মান্নানকে।