ঝিনাইদহ ১৫টি ইউনিয়নে ভোটযুদ্ধ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে
ঝিনাইদহের চোখ-
আজ ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ভোট। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গোয়েন্দা দিয়ে জরিপের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
মামলা জটিলতায় পাগলাকানাই ও সুরাট ইউনিয়নের নির্বাচন স্থগিত হলেও ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী, মধুহাটী, সাগান্না, গান্না, কুমড়াবাড়িয়া, হলিধানী, মহারাজপুর, পোড়াহাটী, হরিশংকরপুর, পদ্মাকর, দোগাচী, ফুরসন্দি, ঘোরশাল, কালীচরণপুর ও নলডাঙ্গা ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মোহা. আঃ ছালেক জানান, ১৫টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র হচ্ছে ১ শ’ ৪৮টি। স্থায়ী ও অস্থায়ী ভোট কক্ষ থাকছে ৮ শ’ ১০টি। ১৫টি ইউনিয়নে মোট ভোটার হচ্ছে ২ লাখ ৫৩ হাজার ৫ শ’। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ সাতাশ হাজার ৬৮৮ ও মহিলা ভোটার এক লাখ পঁচিশ হাজার ৮১২ জন। ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, এবারের ভোটের মাঠের হিসাবনিকাশ খুবই পরিবর্তনশীল। ফলে ফল গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রকৃত জয়ের মালা কার গলায় উঠবে।