জানা-অজানাঝিনাইদহ সদরটপ লিডদেখা-অদেখানির্বাচন ও রাজনীতি

ঝিনাইদহ ১৫ ইউপি নির্বাচনে জয়ী হলেন যারা

 

ঝিনাইদহর চোখ-
ঝিনাইদহের ১৫টি ইউনিয়নে নৌকার বেশিরভাগ প্রার্থীর পরাজয় ঘটেছে। বেসরকারি ফলাফলে ১০টিতে স্বতন্ত্র প্রার্থী ও ৫টিতে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচনে সাধুহাটী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, মধুহাটী ইউনিয়নে আলতাফ হোসেন, সাগান্না ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক (নৌকা), হলিধানী ইউনিয়নে অ্যাডভোকেট এনামুল হক নিলু, কুমড়াবাড়িয়া ইউনিয়নে সিরাজুল করিম, গান্না ইউনিয়নে আতিকুল হাসান মাসুম (নৌকা), মহারাজপুর ইউনিয়নে খুরশিদ আলম, পোড়াহাটী ইউনিয়নে শহিদুল ইসলাম হিরণ (নৌকা), হরিশংকরপুর ইউনিয়নে ফারুকুজ্জামান ফরিদ, পদ্মাকর ইউনিয়নে বিকাশ কুমার বিশ্বাস, দোগাচী ইউনিয়নে গোলাম কিবরিয়া কাজল, ফুরসন্দি ইউনিয়নে শিকদার শহিদুল ইসলাম (নৌকা), ঘোড়শাল ইউনিয়নে পারভেজ মাসুদ লিল্টন (নৌকা), কালীচরণপুর ইউনিয়নে জাহাঙ্গীর আলম ও নলডাঙ্গা ইউনিয়নে সাইফুল আলম খান রিপন বেসরকারিভাবে নির্বাচিত হন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থানে ছিল। ভোটকেন্দ্রে অনিয়ম রোধে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। গোয়েন্দা দিয়ে জরিপের মাধ্যমে ঝুকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেয়া হয় বিশেষ ব্যবস্থা।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মোহা. আ. ছালেক জানান, নির্বাচনে চেয়ারম্যানের ১৫টি পদে ৭২ জন, সাধারণ সদস্যের ১৩৫ পদে ৪৯৫ জন ও সংরক্ষিত মহিলা আসনের ৪৫টি পদের বিপরীতে ১৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৫টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৮টি। স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ৮১০টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়।

১৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ৫০০। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৭ হাজার ৬৮৮ ও মহিলা ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৮১২ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button