জানা-অজানাঝিনাইদহ সদরদেখা-অদেখা

৩ পৌর ট্রাফিক পুলিশের পাশে ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশন

ঝিনাইদহের চোখ-
সকাল থেকে সন্ধ্যা অবধি পৌরসভার যান চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ মিজানুর রহমান। তার বাড়ী ঝিনাইদহ শহর থেকে ৪ কিলোমিটার দূরে খাজুরা গ্রামে। চাকুরিতে জয়েন করেছেন ২০০৯ সালে। গত ১৩ বছর ধরে বেতন পান মাত্র ৫হাজার টাকা। কিভাবে সংসার চালান আর কিভাবেইবা যাতায়াত করেন আল্লাহই ভালো জানে বলে জানালেন তিনি। সংসারে স্বচ্ছলতা বলতে কী বোঝায় কোনকালেই তিনি চোখে দেখেননি।

অন্যদুজন, ফতেহ আলী হোসেন বাড়ী আনসার ক্যাম্প ও বারেক আলী বসবাস করেন ব্যাপারী পাড়ায়। দুজনেরই একই হাল। শুধুই দারিদ্রতা ও অপ্রাপ্তির কথা তাদের চোখে মুখে।
এ অবস্থাঢ এমন অসহায়দের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত উপস্থাপন করেছে ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশন।

তাদের যাতায়াত যাতে সহজীকরণ হয় তার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩টি বাইসাইকেল প্রদান করা হয়েছে।

শহরের চুয়াডঙ্গা রোডে অবস্থিত জাহেদী ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু, ইউনুস আলী, মাসুদুর রহমান রানা, ওয়ালিদ হোসেন, আসমা জামান তপতীসহ অণ্যান্যরা।

বাইসাইকেল প্রাপ্তিতে ৩ জনই আনন্দ প্রকাশ করেন।
জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু, জাহেদী ফাউন্ডেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জাহেদী ফাউন্ডেশনে চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল মানুষকে ভালোবেসে সকলসময় মানুষের জন্য কিছুনা কিছু করতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button