জানা-অজানা
ঝিনাইদহে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। রোববার দুপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেসময় জেলা প্রশাসক মনিরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সেলিম রেজা সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত অস্থায়ী সরকার মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলা গ্রামের আম্রকাননে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহন করেন। পরে এই বৈদ্যনাথ তলাকেই মুজিবনগর হিসাবে ঘোষণা করা হয়।
এছাড়াও বক্তারা মুজিবনগর দিবসের নানা দিক তুলে ধরেন।