বাংলাদেশের একমাত্র সরকারী শিশু হাসপাতাল ঝিনাইদহ শিশু হাসপাতাল
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ বাস টার্মিনালের পাশে মাগুরা-ঝিনাইদহ সড়কের ডান পাশে শিশু হাসপাতালটি অবস্থিত। এটিই বাংলাদেশের একমাত্র সরকারী শিশু হাসপাতাল। এই শিশু হাসপাতালটি ঝিনাইদহে প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালে। প্রতিষ্ঠার ১৫ বছর পর গত ৯ জানুয়ারি শিশু হাসপাতালটি উদ্বোধন হয়। ঝিনাইদহে গড়ে ওঠা ২৫ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল এটি।
বাইরে থেকে দেখে কোনভাবেই বোঝার উপায় নেই ভেতরের কী অবস্থা। প্রতিনিয়ত শিশু রুগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। চিকিৎসকের মোট ৫টি পদ আছে এখানে। অফিসিয়াল কাজের জন্যও রয়েছে ৫ জন স্টাফ পদ। দুই জন কনসালটেন্টের পদ আছে এই হাসপাতালে।
প্রতিদিন আউটডোরে রুগী আসছে ১৩০-১৫০জন। সেখানে ভর্তি থাকছে ৪০-৫০ জন শিশু রুগী।
শিশু হাসপাতালটির ঢোকার রাস্তার দুই পাশে রয়েছে সুন্দর পরিপাটি দুইট বাগান। হাসপাতালটি মুলত দ্বিতল ভবন দ্বারা গঠিত। এর ঠিক পেছনেই রয়েছে স্টাফদের থাকার সু-ব্যবস্থা। অত্যন্ত মনোরম পরিবেশ। হাসপাতালের মুল ফটকের বাইরে রয়েছে বেশ কয়েকটি ওষুধের দোকান। সাথে আছে বিভিন্ন ধরনের খাবারে দোকান। দিনের পর দিন হাসপাতালটি ব্যস্ততম এলাকা হিসেবে গড়ে উঠছে। জেলার দূর-দূরান্ত থেকে তো বটেই ঝিনাইদহের বাইরের জেলা কুষ্টিয়া, মাগুরা, যশোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুর থেকেই শিশু রুগী আসছে নিয়মিত। প্রতিটি শিশু রুগীদের সাথে থাকছে তাদের মা-বাবা। সরকারী ছুটি বাদে প্রতিদিনই রুগী দেখা হয় হাসপাতালটিতে। কমপক্ষে ৩ বার স্পেশাল ডাক্তাররা রুগীদের দেখে থাকেন। এর সাথে এক্সপার্ট নার্সরা সবসময়ই সেবা দিতে প্রস্তুত থাকেন রাত কিবা দিনে।
ঝিনাইদহ শিশু হাসপাতাল জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। ঝিনাইদহ জেলার গর্ব।