ক্যাম্পাস

ঝিনাইদহ এইচএসসি ১৯৮২ ব্যাচ’র বন্ধু সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের চোখ-
আজ থেকে ৪০ বছর আগে তারা ঝিনাইদহের বিভিন্ন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলে। সেই সব বন্ধুদের নিয়ে মিলন মেলা হয়ে গেল ঝিনাইদহে। পুরনো নব বন্ধুদের পেয়ে আবেগে আপ্লুত সবাই।

ব্যতিক্রমী ও প্রাণবন্ত এ আয়োজন করেছে ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা পরিষদ কনফারেন্স হলে এ আয়োজন করা হয়।

আয়োজনের প্রধান অতিথি ছিলেন নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক কনক কান্তি দাস।

আরো উপস্থিত ছিলেন, জাহেদী ফাউন্ডেশনের সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলসহ অন্যান্যরা।

জেলা পরিষদের প্রশাসক কনক কান্তি দাস, বন্ধুত্ব হচ্ছে দামহীন সবচেয়ে দামী সম্পর্ক। কোন মাপকাঠিতেই এর বিচার করা যায় না। আমরা সবাই যে উপস্থিত হথে পেরেছি তাতেই সবাই খুশী। ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে এ আয়োজন করবো।

প্রদান অতিথি নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় যে করেকটি সম্পর্ক আছে তার মধ্যে বন্ধুত্ব অন্যতম। এমন আয়োজন বার বার হওয়া দরকার। আমাদের অনেকেই হারিয়ে গেছে । আনেকে মুত্যু বরণ করেছে। তাদের খোঁজখবর নেওয়া দরকার। কেমন আছে সাবাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button