ঝিনাইদহে বাল্যবিয়ে দিতে গিয়ে জরিমানা গুনলেন কনের বাবা
আরিফ মোল্ল্যা, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জে বাল্যবিয়ে আয়োজনের দায়ে কিশোরী কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৬ মে) বেলা ১টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের মাঝদিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন- শুক্রবার উপজেলার মাঝদিয়া গ্রামে একটি বাল্যবিয়ের আয়োজন চলছে। এরপর তিনি দুপুর ১টার দিকে পুলিশ ফোর্স নিয়ে ওই গ্রামের কনের পিতা আনোয়ার হোসেনের বাড়িতে হাজির হন। কনের কাগজপত্রের রেকর্ড দেখে নিশ্চিত হন বিয়ের বয়স হয়নি। ফলে তিনি বাল্যবিয়েটি বন্ধ করেন। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বিয়ে বাড়িতে প্রশাসনের অভিযান চলছে খবর পেয়ে মাঝপথ থেকেই পালিয়ে যায় বর মাসুদ রানাসহ বরযাত্রীরা। রানা মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের শাহজাহান মালিতার ছেলে।