মহেশপুর স্বাঃ কঃ লাখ টাকার সরকারী গাছ গোপনে বিক্রির অভিযোগ
ঝিনাইদহের চোখ-
আম্পান ঝড়ে পড়ে যাওয়া লাখ টাকা মুল্যের সরকারী মুল্যবান গাছ গুলো কেটে প্রকাশ্য দিবালকে ভ্যান বোঝাই করে বিক্রির উদ্যোশে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) ডাঃ মাহামুদ বিন হেদায়েত জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে গাছ চুরির বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি খোজ খবর নিয়ে দেখছি।
এ ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক বিএনপি’র সাবেক এমপি শহীদুল ইসলাম মাষ্টারের ভাইপো ফারুক হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে বসবাসকারী ওলিয়ার রহমান, ভ্যান চালক নুর ইসলাম ও মানিকের সহযোগিতায় শুক্রবার সকালে আম্পান ঝড়ে পড়ে যাওয়া লাখ টাকা মুল্যের সরকারী মুল্যবান গাছ গুলো কেটে প্রকাশ্য দিবালকে ভ্যান বোঝাই করে বিক্রির উদ্যোশে নিয়ে যায়। তবে কার কাছে কত টাকায় বিক্রি করেছে তা জানাযায়নি বলেও জানান তারা।
স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে বসবাসকারী ওলিয়ার রহমান জানান, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক ফারুক হোসেনের কথা মত আমরা ভ্যান বোঝাই করে কাঠ গুলো কাঠ চিরায়ের মিলে নিয়ে যায়। পরে ফারুক হোসেন ভাই কাঠ গুলো কি করেছে তা আমাদের জানানেই।
স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক ফারুক হোসেনের সাথে তার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী জানান, আমি স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে আম্পান ঝড়ে পড়ে যাওয়া মুল্যবান সরকারী গাছ গুলো কেটে নিয়ে যাওয়া বিষয়টি শুনেছি। তার পরও খোজ খবর নিয়ে দেখি।
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে সরকারী মুল্যবান গাছ গুলো প্রকাশে কেউ ভ্যান বোঝাই করে নিয়ে যাবে তা হবেনা। বিষয়টি দেখছি।