ঝিনাইদহে আন্তঃজেলা পকেটমার দলের ১৬ সদস্য আটক
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে আন্ত:জেলা পকেটমার দলের ১৬ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার বিকেলে জেলা বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা বিএনপির সম্মেলনে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকবে এই সুযোগকে কাজে লাগিয়ে ওই চক্রটি ২ টি মাইক্রোবাস যোগে ঝিনাইদহে আসে।
সম্মেলন চলাকালীন সময়ে মোবাইল ফোন চুরি কারার সময় মুরাদ শেখ নামের এক আন্তঃ জেলা পকেটমার দলের সদস্যকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে দলের অন্য সদস্যরা ২টি মাইক্রোবাসে পালিয়ে যাওয়া চেষ্টা করে। সেসময় ডিবি পুলিশের একটি দল ঝিনাইদহ শহরের জজ কোর্টের সামনে চেকপোষ্ট বসিয়ে ১৬ সদস্যকে আটক করে। সেসময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ১০ মোবাইল, ৬১ হাজার টাকা। জব্দ করা হয় দুটি মাইক্রোবাস।
চক্রটি দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ টার্গেট করে এই অপরাধগুলো করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি খুলনা, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, সিলেট, কুমিল্লা, শরিয়তপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।