মহেশপুর

ঝিনাইদহে সীমান্ত পারাপারে নারী-শিশুসহ আটক ৩৪

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ৩৪ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ জুন) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই বাংলাদেশি বলে জানায় বিজিবি।

বিজিরি দেওয়া তথ্যমতে মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে পারাপারের সময় বাগেরহাট, মাদারীপুর, চাঁদপুর, মুন্সিগঞ্জ, খুলনা, ময়মনসিং, ঢাকা, নড়াইল, যশোর জেলার নারী পুরুষ ও শিশুসহ ৩৪ জনকে আটক করে মহেশপুর ৫৮ বিজিবি।

আটককৃতদের মধ্যে মাদারীপুর জেলার শিবচর থানার মুজাফফরপুর গ্রামের সুলতান খানের ছেলে আতিক খান (৪২), তার স্ত্রী হাসনা খান (৩৫), মেয়ে আনিচা খাতুন (১২), চাদনি (৭), আজমত (৫), বাগেরহাট জেলার গুলিসাখালী গ্রামের লাল মিয়া ফকিরের ছেলে সজিব ফকির(২১), স্ত্রী লামিয়া বেগম (১৯), ও খুনতাকাটা গ্রামের আমজাদ আলী শাহের ছেলে মোঃ লোকমান (৪৭), স্ত্রী মারুফ বেগম (৪০), সায়মা আক্তার (৪), ধানসাগর গ্রামের ইমাদুল খানের ছেলে রমজান খান (৪০), ছেলে মিজান (১১), জাকিরের ছেলে রাকিব (৭), আব্দুর কাদের ছেলে আব্দুর জব্বার জোমাদ্দার (৬৫), গুলিসাখালী গ্রামের মসলেম হাওলাদারের ছেলে লাভলু হাওলাদার (৪৮), ভান্নেখালী গ্রামের আনোয়ারের স্ত্রী ফজিলা বেগম (৪০), বিশারিঘাটা গ্রামের নাজিম হাওলাদারের মেয়ে তায়েবা (০৭), আব্দুর রহমান শেখের স্ত্রী হুসনারা বেগম (৫০), শামসুল হাকের ছেলে রবিউল ইসলাম (১৯), চাঁদপুর জেলার ভিঙ্গলিয়া গ্রামের আব্দুর কাদির শেখের ছেলে রাব্বি শেখ (২২), স্ত্রী শাহিদা ইসলাম পাখি (২১), মুন্সিগঞ্জ জেলার পরিক্ষিত রায়ের ছেলে পংকজ রায় (২৯), স্ত্রী প্রীতি রায় (২০), পিরোজপুর জেলার তেলিখালী গ্রামের সেলিম হাওলাদারের ছেলে মোঃ নাজমুল (১৭), ঘোলঘর গ্রামের অমল মন্ডলের ছেলে শুখ মন্ডল (২৪), ময়মনসিং জেলার বীর আহম্মদপুর গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে রিফাত (১৩), ঢাকা জেলার বানিয়াখামার গ্রামের নূরুল আমিন সর্দারের ছেলে তানভির হোসেন (২৯), রতন বিশ^াসের ছেলে বিশ^জিৎ বিশ^াস (২৫), নড়াইল জেলার দুর্গাপুর গ্রামের জলিল শেখের ছেলে মিলন শেখ (৩০), ছোট কালিয়া গ্রামের আমিনুর শেখের ছেলে আল আমিন (১৯), দেবদুন গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী রুমা আক্তার (২৭), ছেলে জুনায়েদ (০৩), যশোর জেলার পালপাড়া গ্রামের সাখাওয়াত বিশ^াসের ছেলে জতি খাতুন (২৮)সহ সকলকে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।

বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে মাটিলা সীমান্ত এলাকা হতে পুরুষ ১৪, নারী ৯ এবং ১১জন শিশুকে আটক করে। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button