হরিনাকুন্ডু

হরিনাকুন্ডুতে জনশুমারি সুপারভাইজার প্রশিক্ষণার্থীদের ট্যাব বিতরন

মাহবুব মুরশেদ শাহীন, হরিণাকুন্ড, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নে জনশুমারি ও গৃহ গননাকারী এবং সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহ গননা পরিচালনার জন্য বাকচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার হতে চারদিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

২য় দিনে ভায়না ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোনাল অফিসার কোহিনুর খাতুন, সুপারভাইজার মনিরা খাতুন, ফারহানা ফেরদৌস, রুবিনা খাতুন, তারেক হাসান ও জুলফিকার আলী প্রমুখ।

প্রশিক্ষণে ৬৩ জন গনাকারী ও সুপারভাইজারকে ডিজিটাল পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান করা হয়। সংশ্লিষ্ট গননাকারী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত বাড়ি বাড়ি গমন করে প্রতিটি খানার ৩৫ দফা নিখুঁত তথ্য সংগ্রহ করবেন। এই শুমারি কার্যক্রম দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহনে বিশেষ সহায়তা প্রদানে অবদান রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button