টপ লিডহরিনাকুন্ডু

হরিনাকুন্ডুতে পিটিয়ে হত্যার প্রধান আসামি লিটন গ্রেপ্তার

ঝিনাইদহের চোখ-
জেলার হরিনাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি লিটন হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১১ জুন) সকাল ১১টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার নিমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লিটন হরিনাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, হরিনাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে মঙ্গলবার (৭ জুন) একটি আলমসাধু চুরির অভিযোগ এনে কিছু ব্যক্তি আশান আলীকে কাপাশহাটিয়া আরশাদ আলী কলেজের মাঠে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ৮ জনকে আসামি করে হরিনাকুন্ডু থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। সেই থেকেই দায়েরকৃত মামলার আসামিরা পলাতক ছিল। এই মামলার পলাতক প্রধান আসামি লিটন হোসেন কালীগঞ্জ উপজেলার নিমতলা বাজারে অবস্থান করছে এমন তথ্য আসে র‌্যাবের কাছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করে র‌্যাব। সেসময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button