ঝিনাইদহে ঘরে ঘরে সর্দি ।। ঘরে ঘরে জ্বর
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের ঘরে ঘরে সর্দিজ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ঈদের পর থেকে এই ধরনের রোগী বেড়েছে।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিস বলেছেন, ঈদের আগের তুলনায় এখন করোনার নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সর্দি জ্বর, গলাব্যথা ও কাশির উপসর্গ নিয়ে রোগীরা নমুনা পরীক্ষার জন্য বেশি আসছেন। এ সময় সবাইকে নিজে আইসোলেশন করার আহ্বান জানিয়েছেন তারা।
তথ্য নিয়ে জানা গেছে, হঠাৎ করেই ঈদের পর জ্বর-সর্দি-কাশি, গলাব্যথাসহ অন্যান্য উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন।
চিকিৎসকরা বলছেন, এখন প্রচন্ড গরম। এই গরমে অনেকে অসুস্থ হয়ে থাকতে পারে। অতিরিক্ত ঠান্ডা পানি পান করার কারণে গলাব্যথা ও জ্বর আসতে পারে। দিনে দুই বা তার বেশি গোসল করলেও হতে পারে। ডিহাইড্রেশন থেকেও অনেকে অসুস্থ হতে পারেন। তবে বিরুপ আবহাওয়ার কারণে ঘরে ঘরে জ্বরের প্রকোপ দেখা দিতে পারে এমন কথাও শোনা যাচ্ছে। ঝিনাইদহ অঞ্চলে আষাড়ে বৃষ্টির দেখা নেই। ধরণী উত্তপ্ত। গুমোট আবহাওয়ায় মানুষ হাসফাস করছে। অনাবৃষ্টির কারণে রোগ বৃদ্ধি পাচ্ছে।