সম্রাট হোসেন, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
আত্মহত্যার রাজধানী হিসাবে পরিচিত ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাংসারিক কলহের জেরে সুদীপ্ত ও স্বর্ণা নামে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানে মৃত্যু হয়েছে।
ঘটনাটি উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের খালফলিয়া গ্রামে। গত ৩১ জুলাই রাতে বিষপানের পরে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তারা। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় ২ আগষ্ট স্বামী সুদীপ্ত ও ৩ আগষ্ট স্ত্রী স্বর্ণা বিশ্বাস মারা যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম বলেন, স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনায় শৈলকুপা থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
একটি বেসরকারি হিসাব মতে বিগত ৬ মাসে শৈলকুপা উপজেলায় আত্মহত্যা করে মারা গেছে প্রায় ৮০ জন, আত্মহত্যার চেষ্টা করে বেঁচে গেছে আরো প্রায় ১৭০ জনের মত।