আজ মরমী সাধক ঝিনাইদহের কৃতি সন্তান পাঞ্জু শাহের জন্মদিন
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কৃতি সন্তান মরমী সাধক পাঞ্জু শাহ ১৮৫১ সালে (বাংলা ১২৫৮) সালে জেলার শৈলকুপায় আজকের এইদেন জন্মগ্রহণ করেন। তার পিতা খাদেম আলী খোন্দকার, মাতা জোহরা বেগম। খাদেম আলী খোন্দকার তার পিতার মৃত্যুর পর পিতার জমিদারী প্রাপ্ত হন।
পাঞ্জু শাহ পারিবারিক নিয়মানুযায়ী বাড়িতে আরবী ও ফারসী ভাষা গৃহশিক্ষকের নিকট শিক্ষা গ্রহণ করেন। অতঃপর তিনি মহর আলী বিশ্বাসের কাছে গোপনে বাংলা ভাষা শেখেন।
শৈশব কাল থেকেই তিনি মরমীবাদের প্রতি আকৃষ্ট হলেও পিতার ভয়ে তিনি তা প্রকাশ করতেন না। পিতার মৃত্যুর পরই তিনি প্রকাশ্যে হরিশপুরের মরমী সাধকদের কাছে যাতায়াত শুরু করেন এবং অচিরেই মরমীবাদের প্রতি আকৃষ্ট হয়ে হিরাজতুল্লাহ খন্দকারের কাছে দীক্ষা নিয়ে মরমী সাধনায় ব্রতী হন।
এ সময়ে তিনি প্রচুর আধ্যাত্মিক সঙ্গীত রচনা করেন যা সারা বাংলায় ছড়িয়ে পড়ে। এছাড়াও তিনি ‘ছহি ইস্কি ছাদেকী গওহোর’ নামে একখানি কাব্য গ্রন্থ রচনা করেন। এ কাব্যখানি তার শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হিসেবে বিবেচিত।