কালীগঞ্জে মধ্যরাতে ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির পণ্য সরাতে গিয়ে ধরা
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে ইউনিয়ন পরিষদ থেকে মজুদ করা টিসিবির পণ্য সরানোর সময় হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
স্থানীয়রা জানায়, রাত ১ টার দিকে উপজেলার ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু গ্রাম পুলিশকে ফোন করে টিসিবির পণ্যগুলো ভ্যানে উঠিয়ে দিতে বলেন। এ সময় পরিষদের একটি কক্ষের গেট খুলেটিসিবির পণ্য ভ্যানে করে সরানোর চেষ্টা করা হয়। ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সামছুল হক ও একই গ্রামের ভ্যানচালক আব্দুল খালেক পণ্যগুলো নিতে আসেন। স্থানীয় জনতা এ সময় টিসিবির পণ্যসহ ভ্যানটি আটক করে। এ সময় ইউপি সদস্য আবুল বাশার, সজল হোসেন ও কওসার আলী উপস্থিত ছিলেন। পরে স্থানীয় যুবলীগ নেতা লিয়াকত আলী খান লিটন সেখানে উপস্থিত হয়ে টিসিবির পণ্যগুলো আবারও ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রেখে আসেন। এরমধ্যে তেল, ডাল আর চিনি ছিল। তবে কি পরিমাণ ছিল সেটি জানা যায়নি।
জানা গেছে, গত ১৬ আগস্ট ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি করেন সাহাবুদ্দিন ট্রেডার্স। ৯৯৩ জন কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, এ বিষয়ে তিনি শুনেছেন। খোঁজখবর নিয়ে বিষয়পি দেখবেন বলেও জানান।