ঝিনাইদহ সদর
ঝিনাইদহে টেলিমেডিসিন অপারেটরদের প্রশিক্ষণের সমাপনী
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে ৩ দিন ব্যাপী টেলিমেডিসিন অপারেটরদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের এইড কমপ্লেক্স মিলনায়তনে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানায়, হিউম্যান হেলথ হেল্পলাইন (ট্রিপল এইচ)’র আয়োজনে শেল্টার সমাজ কল্যাণ সংস্থা ও কৃষক বন্ধু সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে গত ২৫ আগস্ট এ প্রশিক্ষণ শুরু হয়। এতে জেলার ৪০ জন যুবক-যুবতীকে টেলিমেডিসিন বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হয়।
প্রশিক্ষণ শেষে তাদের মাঝে স্বাস্থ্য সহায়ক নানা উপকরণ বিতরণ করা হয়। এসময় ট্রিপল এইচ’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহজালাল শিমুল, জেলা কো-অর্ডিনেটর রোকসানা খাতুন, শেল্টার সমাজ কল্যাণ সংস্থা নির্বাহী পরিচালক রোমেনা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।