অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঝিনাইদহ দূর্গাপুর-সারুটিয়া ব্রীজের রাস্তাটি
মনজুর আলম, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ সদর ও কোটচাঁদপুর উপজেলার সীমান্ত দূর্গাপুর- সারুটিয়ার চিত্রা নদীর উপর ব্রীজে উঠার পথটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ জেনেও জনসাধারণ পথ ও সময় বাঁচাতে এই পথটিকেই ব্যাবহার করছেন।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, এই ব্রীজটি সদর উপজেলার সাথে কোটচাঁদপুর উপজেলার সারুটিয়া, তালসারসহ পথচারীদের যোগাযোগ সহজ করেছে। ব্রীজটি না থাকলে গুরুত্বপূর্ণ জায়গায় যোগাযোগ করতে হলে দুই পাশের লোকজনের ৫ থেকে ৬ কিলোমিটার পথ ঘুরে যেতে হবে। জনগনের সুবিধার দিক বিবেচনা করে বিগত সরকার নদীর উপর এই ব্রীজটি নির্মাণ করেন। কিন্তু দীর্ঘদিন কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের নিকট ব্রীজে উঠতে কয়েকশত ফুট রাস্তাটি সংস্কার না করাই আজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভুক্তভোগী জনসাধারণ স্থানটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
এবিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহারুজ্জান সবুজ বলেন, তিনি জায়গাটি দ্রুত সংস্কারের ব্যাবস্থা করবেন।