কালীগঞ্জ

মোবারকগঞ্জ চিনিকলে জঙ্গল কর্তন ও ময়লা পরিষ্কার অভিযান

ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান এর নির্দেশনায় ও কারখানা মহা-ব্যবস্থাপক আলমগীর হোসেন এর তত্তাবধানে আজ বৃহস্পতিবার মোচিক কারখানার ভিতরে ও বাহিরে বন জঙ্গল সহ ময়লা আবর্জনা পরিষ্কার পরিছন্নতা করে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের কারখানার শ্রমিক বৃন্দরা।

এসময় শ্রমিক কর্মচারীদের সাথে কাজে অংশগ্রহণ করে শ্রমিক-কর্মচারীদের উৎসাহ প্রদান করেন মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ও চিনিকল শ্রমিক ফেডারেশনের আইনও দর-কষাকষি সম্পাদক গোলাম রসুল, কারখানার ডিসিএমই (যান্ত্রীক বিভাগ) বিধান চন্দ্র রায়, উৎপাদন (চিনি)মাহাফুজুর হক,প্রকৌশলী সাধন কুমার, মোবাইদুল ইসলাম,শামিম রহমান, মোচিক শ্রমিক ইউনিয়ন এর সহ- সভাপতি ফজের, শ্রমিক ইউপির সদস্য বাবুল আক্তার, সাইদুর রহমান পিকু সহ বিভিন্ন ইউনিটের ফোরম্যান গণ।

এ পরিষ্কার পরিছন্নতা করেন মোচিক কারখানায় শ্রমিক বৃন্দরা।

শ্রমিক কর্মচারি ইউপির সভাপতি গোলাম রসুল বলেন, পরিষ্কার পরিছন্নাতা ঈমানের অঙ্গ এবং বর্তমানে মশা মাছি, বিষাক্ত পোকা মাকড় জন্ম হবে,তার আলোকে এই পরিষ্কার পরিছন্নাতা করা হচ্ছে ও চলমান থাকবে।

এ ব্যপারে মোচিক কারখানায় ডিসিএমই বিধান চন্দ্র রায় বলেন এধরনের পরিষ্কার পরিছন্নাতা করা হবে প্রতি সপ্তাহে একদিন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button