পাঠকের কথা

তথাকথিত বিপ্লবীদের অভিব্যক্তি—হাবিবুর রহমান রিজু

#ঝিনাইদহের চোখঃ

https://www.youtube.com/watch?v=SO5lvF1i9CA


আমার নিলয়ের রক্ত ক্ষরণে
গøানিভরা মলিন বদনে
দূর আকাশের তারাগুলো
কেঁপে কেঁপে ওঠে।
আমার অপমানের কষ্টে
বাতাস হু-হু করে
নদীরা কুল-কুল করে কাঁদে
মেঘগুলো দিকবিদিক ছোটে

আমার চাঁপা আর্তনাদে
সাগর অস্থির হয়ে ওঠে
এন্টারটিকায় বরফ গলে।
কিন্তু আমার দুর্ভোগ যত বাড়ে
বিপ্লবী বন্ধুরা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে
ওদের মুখগুলো গোপন উল্লাসে
নিশি গণিকার মত চিকচিক করে


সেক্টরে সেক্টরে আলোড়ন
সুযোগ সহচরদের বিতরণ
কত কত উজ্জ্বল উদাহরণ
কিছু নেই ওদের স্মরণ
ওদের বিপ্লবে একটাই পণ
আমাকে করবে ছোট সর্বক্ষণ

বহু সত্যকে দিয়ে বলি
বহু কিংবদন্তি আড়াঁল রাখি
শত্রæর কণ্ঠে কণ্ঠ মিলি
প্রচার করেছে বেশি বেশি
ওরা ভিরু ছিদ্রান্বেষী
ক্ষতির লাগি সুযোগ সন্ধানী


যত দেখিয়েছি উদারতা
ভেবেছে পাওনা ওদের খাসা
বিশ্বাসঘাতকদের সাজা না দেয়ার ফল
কমেছে যোগ্যতা হয়ে গেছি দুর্বল
আগে করেছি ক্ষমা
তখন হাসতাম, ছিলাম যে সবল


জীবনের গন্ধহীন ভুল পথে
ভাতৃ আঘাতে অপবিত্র হাতে
বিপ্লবী পতাকা বিপ্লবী শ্লোগানে
রাজনীতির তরে মিছে অনুদানে
নিজ-স্বার্থে নবীণের বলিদানে
কিছ ুস্বার্থান্বেসী কমিউনিস্ট নামে

জগত সংসারে শুন্য সঞ্চয় নিয়ে
নিঃশেষ প্রায় যৌবনে অস্ত্র ত্যাগে
অতীত পানে চেয়ে পার্থিব মোহে
স্বীয় স্বার্থে শ্রেণি সংগ্রাম ভানে
জীবন-সংসার স্বাদ পুষিয়ে নিতে
নতুন আলো সব নিয়েছে চুষে।

(৫)
কোন দুর্বল দিনে স্মৃতি রোমন্থনে
সত্য সন্ধানে উপলব্ধি আসে মনে
সুবিধা আদায়ে জল ঘোলা করে
বামেরা ব্যর্থ ইতিহাস নষ্ট কুঁড়ে
ওরা চক্রান্তকারি নেতৃত ¡লোভী
শক্তি শোষক চরম সুবিধাবাদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button