মহেশপুর

মহেশপুরে জমিজমা সংক্রান্ত ঘটনায় হত্যার হুমকি

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মেইন আলামপুর গ্রামে জোরপূর্বক জমি দখলের বাধা দেওয়ায় হত্যা ও হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার সকালে মহেশপুর থানায় লিখিত অভিযোগ করেছেন জমির মালিক ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, আফাজ উদ্দিন নিজ জমিতে রান্না ঘর নির্মান করতে প্রতিপক্ষ একই গ্রামের ওমর আলী ও লুৎফর রহমান বাধা দেয়। এ সময় তারা আফাজ উদ্দিনকে হত্যার হুমকি দেয়।

ভুক্তভোগী আফাজ উদ্দিন জানায়, মহেশপুর থানার অন্তর্গত আলামপুর ১৪১ নং মৌজার ৬৫নং খতিয়ানের ১৭১২নং দাগে ২৭ শতক জমির মধ্যে ১৭শতক জমি প্রতিপক্ষের নিটক বিক্রি করে। কিন্তু প্রতিপক্ষরা ১৭ শতক জমির পরিবর্তে ২৭শতক জমি ভূয়া কাগজপত্রে তাদের নামে রেকর্ড করে নেয়। সেই রেকর্ডের বুনায়াতে জোরপূর্বক তারা জমি দখলের পায়তারা চালাচ্ছে।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button