Uncategorized

শৈলকুপায় পেঁয়াজ ও মাসকালাইয়ের উৎপাদন বৃদ্ধিতে সার-বীজ বিতরণ

এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-

২০২২-২৩ গ্রীষ্মকালীন প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ ও মাসকালাই আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৭৫ জন কৃষকের মাঝে পেঁয়াজ ও ১৭০ জন কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, জেলা ছাত্র লীগের সভাপতি সজিব হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল পারভেজ কর্নেল প্রমুখ।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৩৭৫ কৃষকের মাঝে জনপ্রতি এককেজি হাইব্রীড জাতের পেঁয়াজ বীজ, ২০ কেজি রাসায়নিক সারসহ কীট ও বালাইনাশক প্রদাণ করা হয়। এছাড়াও ১৭০ জন কৃষকের মাঝে ৫ কেজি মাসকালাই বীজ ১৫ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠান টি পরিচালনা করেন কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আবুল হাসনাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button