কোটচাঁদপুরে সদস্য পদে ৫ ও সংরক্ষিত পদে লড়ছেন ৪ প্রার্থী
মোঃ মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর, ঝিনাইদহের চোখ-
জেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন কোটচাঁদপুর নির্বাচন অফিস। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন ২ জন চেয়ারম্যান ৫ জন সাধারণ সদস্য ও ৪ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী। নিরাপত্তা রক্ষায় থাকছেন আনসার, পুলিশ, র্যাব, স্ট্রাইকিং ফোর্স বললেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ।
জানা যায়, ঝিনাইদহ জেলার ৬ উপজেলার ন্যায় কোটচাঁদপুরেও জেলা পরিষদ নির্বাচন হবে। এ উপজেলায় মোট ৮১ টি ভোটার রয়েছে। যার মধ্যে ৬১ টি পুরুষ ২০টি মহিলা ভোটার। একটি ভোট কেন্দ্রে ২ টি বুথের মাধ্যমে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন এম হারুন অর রশীদ ও কনক কান্তি দাস।
সাধারণ সদস্য পদে লড়ছেন মীর মনিরুল আলম( মনি), রেজাউল ইসলাম (রেজা), কে এ এম হেলারিং, রাজিবুল কবির তারিক হুসাইন চঞ্চল আর সংরক্ষিত মহিলা সদস্য পদে শামীম আরা হ্যাপি,আনোয়ারা খাতুন,আশরাফুনাহার শিউলি, সুফিয়া বেগম।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ বলেন, কোটচাঁদপুরে একটি ভোট কেন্দ্রে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্র থাকছে ২ টা বুথ। যার মধ্যে একটা পুরুষ আর একটা মহিলা।
তিনি বলেন,এ উপজেলায় ৮১ টি ভোট রয়েছে। এরমধ্যে ৬১ টি পুরুষ ভোটার, আর ২০ টি মহিলা। আর নিরাপত্তা রক্ষায় থাকছে আনসার,পুলিশ,র্যাব,ও স্ট্রাইকিং ফোর্স।