কোটচাঁদপুরক্যাম্পাস

১২ দিনেও খোঁজ মেলেনি কোটচাঁদপুরের ১০ম শ্রেনী ছাত্রীর

মোঃ মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর, ঝিনাইদহ চোখ-

ঝিনাইদহের কোটচাঁদপুরে ১২ দিনেও খোঁজ মেলেনি ১০ শ্রেনীর মাদ্রাসা ছাত্রী সানজিদা আক্তার মিমি (১৪)। এ ঘটনায় ওই মেয়ের পিতা মোস্তাফিজুর রহমান বাদি হয়ে গেল শনিবার কোটচাঁদপুর থানায় ৪ জনের নামে অপহরণ মামলা করেছেন।

মিমির পিতা মোস্তাফিজুর রহমান বলেন,আমার মেয়ে সানজিদা আক্তার মিম ডি ইউ মাদ্রাসার ১০ শ্রেনীর ছাত্রী। মিমি মাদ্রাসায় যাওয়ার পথে রিয়াদ হাসান(১৮)নামের ওই বখাটে যুবক প্রায় তাকে উত্যক্ত করতো। অশ্লীল কথা বার্তা বলতেন মিমিকে। সে বাড়িতে এসে আমাকে বললে,আমি তাঁর পিতা-মাতাকে বিষয়টি জানায়। এরপর তার পিতা-মাতা ও বোন একত্রে জোটবদ্ধ হয়ে আমার মেয়েকে ফুসলিয়ে গেল ২৭-১০-২২ তারিখে অপহরন করেন।

ওই দিনের পর থেকে আমার মেয়ের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে রিয়াদের পরিবারটির সঙ্গে কথা বললে,তারা আমার মেয়েকে ফিরিয়ে দিবেন বলে প্রতিশ্রুতি দেন।
এ ভাবে ৯ দিন পার হয়ে যায়। তারা আমার মেয়েকে ফেরত না দিয়ে বিভিন্ন তাল বাহানা করছেন আমার সঙ্গে। এ কারনে কোন উপায় না দেখে ৫/১১/২০২২ তারিখে কোটচাঁদপুর থানায় মামলা করা হয়েছে।

মিমি কোটচাঁদপুরের সাবদারপুর বালিয়াডাঙ্গা গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে। অন্যদিকে রিয়াদ হাসানও ওই গ্রামের আলমগীর হোসেন (আলম)র ছেলে।

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা ও কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, ২ দিন হল মামলা হয়েছে। যার নাম্বার -১,তারিখঃ ০৫-১১-২০২২। তবে ওই ঘটনার কোন অগ্রগতি হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button