কালীগঞ্জ
কালীগঞ্জে বাল্য বিবাহ-নারী নির্যাাতন প্রতিরোধে স্কুল ওরিয়েন্টেশন
ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ, ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জে বাল্য বিবাহ ও পারিবারিক নারী নির্যাাতন প্রতিরোধে স্কুল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পাতবিলা দাখিল মাদরাসার হলরুমে দেড় শতাধিক মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা শিশু শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. মোয়াজ্জোম হোসেন, পাতবিলা দাখিল মাদরাসার সুপার মো. শহীদুজ্জামান, সহ-সুপার ও কাজী মোহা. মঈনুদ্দিন এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি তারেক মাহমুদ।
শিশু শিশু নিলয় ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তারা, বাল্য বিবাহের কুফল ও নারী নির্যাতন নিয়ে বিস্তর আলোচনা করেন। এসময় উপস্থিত মেয়েরা ১৮ বছরের আগে বিয়ে করবে না বলেও প্রতিজ্ঞা করে।