জানা-অজানাদেখা-অদেখা

শতবর্ষী ১৬ গাড়ি নিয়ে ঝিনাইদহ হয়ে যশোরে ইস্ট হিমালয়ান টিম

ঝিনাইদহ চোখ-
বিশ্বের নামি-দামি ব্রান্ডের কোটি টাকা মূল্যের শতবর্ষী ১৬টি অ্যান্টিক গাড়ি এবং দুটি মোটরসাইকেল যোগে ৪৩ জনের সমন্বয়ে আন্তঃদেশীয় ইস্ট হিমালয়ান কার র‌্যালি লাল সবুজের বাংলাদেশ ভ্রমণে এসেছে। র‌্যালিটি বৃহস্পতিবার ঝিনাইদহ রোড দিয়ে শহরের পালবাড়ি দিয়ে যশোর শহরে প্রবেশ করে। উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশে এটিই প্রথম ও সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্লাসিক কার র‌্যালি। এ র‌্যালি দেখতে রাস্তার দু’ধারে উৎসুক মানুষ ভিড় জমায়।

র‌্যালিতে অংশ নেওয়া পর্যটকরা ভারত ভুটান পাড়ি দিয়ে গত রোববার সকালে ভারতের ডাউকি সীমান্ত হয়ে সিলেটের তামাবিল ইমিগ্রেশন সম্পন্ন করে বাংলাদেশে প্রবেশ করেন। গাজীপুর, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ হয়ে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে তারা যশোর পৌছে যাত্রাবিরতি দেন। শহরের একটি অভিজাত হোটেলে তারা রাত্রিযাপন করেন। আজ শুক্রবার তাদের বেনাপোল বন্দর হয়ে ভারতের কলকাতার উদ্দেশে পাড়ি জমানোর কথা রয়েছে।

বহির্বিশ্বে বাংলাদেশের পর্যটন শিল্পকে বিকশিত করতে দ্য জার্নি ওয়ালেট নামক ট্রাভেল কোম্পানি প্রথমবারের মতো আন্তঃদেশীয় শতবর্ষী গাড়ির এই শোভাযাত্রার আয়োজন করেছে। এদিকে বাংলাদেশের সবুজ প্রকৃতি এ সকল ভ্রমণ পিপাসুদের ভিনদেশী মানুষদের মনে রঙ লাগিয়ে তুলেছেন। পর্যটকরা জানান, অনেক দূরের পথ জার্নি করলেও বাংলার প্রকৃতি তাদের পথের ক্লান্তি দূর করে দিয়েছে। বাংলাদেশের মানুষ এবং খাবারের প্রশংসা করেছেন তারা।

দ্য জার্নি ওয়ালেট এর ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান জানান, ‘ভ্রমণকারী দলটি প্রতিবছর তাদের শতবর্ষী পুরানো মডেলের গাড়ি নিয়ে বিভিন্ন দেশ ভ্রমণ করে থাকেন। এ বছর তারা বাংলাদেশকেও চয়েজ করেছেন। তারা বাংলাদেশ ঘুরে অনেক আনন্দিত। অনেক প্রশংসাও করেছেন। আগামীকাল সকালে বেনাপোল বন্দর হয়ে ভারতের কলকাতায় গিয়ে শোভাযাত্রাটি শেষ হওয়ার কথা রয়েছে।

চলতি বছরের অক্টোবর মাসে ইন্টারন্যাশনাল ইস্ট ইন্ডিয়া হিমালয় ভিনটেজ কার র‌্যালিটি শুরু হয়। এই দলটি বাংলাদেশসহ তিনটি দেশ ভ্রমণ করছেন। ২৪ দিনের ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটার অতিক্রম করবেন তারা। র‌্যালিটি শুক্রবার বেনাপোল হয়ে কলকাতায় যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button