ঝিনাইদহ সদর
ঝিনাইদহে পেশাদার গাড়ি চালকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ
ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ চোখ-
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই স্লোগান নিয়ে ৩ দিন ব্যাপী পেশাদার গাড়ি চালকদের সুরক্ষা সড়ক নিরাপত্তা ও আত্মরক্ষামুলক গাড়িচালনা আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে।
কমিউনিটি সড়ক নিরাপত্তা প্রকল্প ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচীর বাস্তবায়নে ও ব্র্যাক ড্রাইভিং প্রকল্পের সহযোগিতায় রবিবার সকালে শুরু হওয়া প্রশিক্ষণটি মঙ্গলবার বিকালে শেষ হয়।
সুনিকেতন সেমিনার কক্ষে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রিসোর্স পারসোন হিসেবে ছিলেন ঝিনাইদহ বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিন) মো: আতিয়ার রহমান ।
এছাড়াও তিন দিনের প্রশিক্ষক হিসেবে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচী ব্যবস্থাপক মো: মইনুল হোসেন এবং ফিল্ড কো-অর্ডিনেটর গৌতম সরকার, ট্রেনার জেমস্ জোয়েব সোরেন। প্রশিক্ষণে ২০জন গাড়ি চালক উপস্থিত ছিলেন।