ক্যাম্পাস

ইবিতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

রানা আহম্মেদ অভি, ইবি, ঝিনাইদহ চোখ-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়নতা, দাঁড়াবো সকলেই অধিকারের সুরক্ষায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা এ দিবস পালিত হয়েছে।।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান শাহিদা আখতার আশা, সহকারী অধ্যাপক বিলাসী সাহা সহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, মানুষ জন্মগত ভাবে অধিকার সৃষ্টি করে। আমাদের মত উন্নয়নশীল দেশে মানবাধিকার নিশ্চিত না হলেও মাননীয় প্রধানমন্ত্রীর আমলে মানবাধিকার সুনিশ্চিত হয়েছে। যার ফলে বর্তমানে দেশের মানুষ মানবাধিকার সম্পর্কে সচেতন হয়েছেন।

তিনি আরোও বলেন, সব প্রতিকূলতা ছড়িয়ে মানুষের মত মানুষ হতে হবে তাহলে মানবাধিকার সুনিশ্চিত করা সম্ভব হবে।

প্রসঙ্গত, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button