কালীগঞ্জ

কালীগঞ্জে রোগীর স্বজনদের সাথে চিকিৎসকের চরম দুর্ব্যবহার

ঝিনাইদহ চোখ-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের সাথে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে নাহিদ হাসান নামে এক চিকিৎসকের বিরুদ্ধে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার এনায়েতপুর গ্রামের সাইফুল ইসলাম তার এক বছরের শিশু সন্তান জিহাবকে নিয়ে হাসপাতালে আসেন। এ সময় সাইফুল ইসলামের সাথে তার বাবা স্কুল শিক্ষক আজিবর রহমান উপস্থিত ছিলেন। শিশুটির অবস্থা খারাপ হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসককে দ্রæত ব্যবস্থা ও হাসপাতালে ভর্তির জন্য বলেন। এরপর জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাহিদ হাসান তাদের সাথে দুর্ব্যবহার করেন। এ সময় স্থানীয়দের তোপের মুখে পড়েন চিকিৎসক নাহিদ হাসান। পরে তাকে অন্য একটি কক্ষে সরিয়ে নেওয়া হয়।

আজিবর রহমান জানান, তার নাতি ছেলে গত তিনদিন ডায়ারিয়ায় আক্রান্ত। অবস্থা খারাপ হওয়ায় তাকে শুক্রবার দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ হাসানকে দ্রæত ভর্তি ও ব্যবস্থা করার জন্য বলা হয়। তিনি সে বিষয়ে কর্ণপাত না করে বসে ছিলেন। এ সময় চিকিৎসককে জানানো হয়, শিশুটি গত ৩ দিন ধরে ডায়ারিয়ায় আক্রান্ত, অবস্থা বেশি ভালো না। চিকিৎসক তাদের এই কথার জবাবে বলেন, তিনদিন ধরে অসুস্থ তাহলে এখন হাসপাতালে এনেছেন কেন? বাড়িয়ে নিয়ে যান। এরপর তার ছেলে সাইফুল ইসলামের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ওই চিকিৎসক তার চেয়ার থেকে উঠে এসে মারতে উদ্যত হন।

এ ব্যাপারে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাহিদ হাসান জানান, এটা অনিচ্ছাকৃত ভুল।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় শনিবার সিভিল সার্জন অফিস থেকে একটি প্রতিনিধি দল আসবে। তাৎক্ষনিকভাবে ওই চিকিৎসককে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button